STORYMIRROR

Sharmistha Mukherjee

Abstract Comedy Others

3  

Sharmistha Mukherjee

Abstract Comedy Others

দেশ বনাম বিদেশ

দেশ বনাম বিদেশ

1 min
21


সকাল সকাল চায়ের কাপে তুফান উঠেছে

বাড়ির গিন্নি ,বিন্নি আজ বেজায় চটেছে , 

দেশ না বিদেশ , কোথায় যাবে

এই দ্বন্দ্বের কারণ , 

বিন্নির কথা " আগে চেনো নিজের দেশ "

তাই, বিদেশ ঘোরা বারণ । 

রাগে ফুঁসছে বিপিন বাবু , তাকিয়ে রক্তচক্ষে

এবার শুধু ফেটে পড়লেই 

আর নাই বুঝি নাই রক্ষে  । 

বলেন তিনি, " বিদেশ যাবোই , 

দেখবো ইউরোপ - আমেরিকা - গ্রীস "

বিন্নি বলে, " বললেই হোলো , 

চলবে না এসব ইস্ "! 

নিজের দেশে আছে কতো কিছু

এতো রাজ্যের স্থাপত্য - সংস্কৃতি , 

এতো ধর্ম - ভাষা - সৌন্দর্য 

এসব কি দেখেছো ?

আগে নিজের দেশ ঘুরে ঘুরে দেখো

নিজের দেশের প্রতিটি রাজ্য , 

প্রতিটি রাজ্যের স্থাপত্য - শিল্পকলা , 

প্রতিটি রাজ্যের ভিন্ন ভিন্ন মানুষ

তাদের চলন- বলন , ধরন - ধারণ

চোখ ভরে দেখো, অনুভব করো - 

কোথায় সকল দেশের সেরা

আমাদের ভারতবর্ষ , 

আর তুমি বিদেশ বিদেশ করে মরো । 

শোনোনি কবি বলেছেন , 

" ধনধান্যে পুষ্পে ভরা

আমাদের এই বসুন্ধরা  

তাহার মাঝে আছে দেশ এক

সকল দেশের সেরা, 

ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ

স্মৃতি দিয়ে ঘেরা " । 

বিপিন বলে " বুঝেছি বুঝেছি , 

দেখবো ঘুরে আমার দেশ  

যতোই থাকুক মোহের হাতছানি , 

পিছে পড়ে থাক বিদেশ । "



Rate this content
Log in

Similar bengali poem from Abstract