আজও তোমার রাগ, আমার ড্রাগ ( ১ )
আজও তোমার রাগ, আমার ড্রাগ ( ১ )
( স্ত্রী তার স্বামীর উদ্দেশ্যে )
তুমি যখন অভিমানী চোখে তাকাও,
আমার হৃদয় বৃষ্টির মতো ঝরে যায়।
তোমার নীরবতা গভীর সমুদ্র,
যেখানে আমি বারবার হারিয়ে যাই।
তুমি রাগ করলে, আমার বুক ধুকপুক করে,
তোমার এক কথাতেই জীবন বদলে যায়।
তুমি মুখ ফিরিয়ে নিলে,
আমার আকাশে নেমে আসে বিষাদের ছায়া।
কিন্তু জানো?
তোমার এই রাগই আমার সবচেয়ে বড় নেশা,
তোমার অভিমানই আমার ভালোবাসার ভাষা।
তুমি যতই দূরে যাও,
আমি ততই তোমার কাছে ছুটে আসি,
তুমি যতই কাঁদাও,
আমি ততই তোমায় ভালোবাসি।
তোমার ঠোঁটের হাসির জন্য,
আমি শত বার অভিমান সইতে রাজি।
কারণ তোমার রাগই আমার ড্রাগ,
তোমার ভালোবাসাই আমার একমাত্র মাধুর্য-মাখা আগুনলাগা প্রেমের সাজি।

