একবার বৃষ্টি নামলেই
একবার বৃষ্টি নামলেই
হাল ছেড়ো না তুমি
জাপটে ধরো হালটাকে,
দেখবে ঝড় কাটবে প্রাতে
শক্ত করো মনটাকে ।
শাসকের চীৎকার শুনতে কি পাও ?
শুনতে কি পাও মানুষের ক্রন্দন ?
একবার বৃষ্টি নামলেই
মিটে যাবে সকল রোদন ।
লড়াইটা চালিয়ে যাও বন্ধু
কখনোই হয়ো না হতাশ ,
আজ যেটা দূর্ভেদ্য ভাবছো
আগামীতে তাই হবে ইতিহাস ।
একবার বৃষ্টি নামলেই
দেখবে, সৃষ্টি হবে নতুন ভোর,
হাতের বাঁধন শক্ত করো
তোমার হাতেই বিজয় ডোর ।
ওরা মনে মনে ডরায় তোমায়
তাই তো তারা দমিয়ে রাখে ,
ছাই চাপা দিয়ে কি আগুন ঢাকা যায় ?
কার সাধ্য দমায় তাকে ।
সরিয়ে দাও ছাইয়ের স্তুপ
তুলে নাও আগুন - মাটি ,
শাসকদের টুঁটি চেপে ধরে
পুড়িয়ে দাও ওষ্ঠ দুটি ।
শাসনের আবডালে শোষণ নীতি
এবার তার প্রতিবাদ দরকার ,
এখনো কি থাকবে মুখ বুজে
আর কবে তুলবে কালজয়ী সোচ্চার ?
শয়তানের হাতে যদি থাকে ভার
শয়তান তো চালাবেই ধ্বংসলীলা ,
বুক চিতিয়ে - হাত উঁচিয়ে
তুলে ধরো সবে শাণিত ফলা ।
অসহায় যারা মেনে নেয় অবিচার
মেনে নেয় শোষণ - তোষণ নীতি ,
বারুদ কিন্তু তাদের বুকেও জমছে -
শুধু চাই একটা দেশলাই কাঠি ।
প্রতিশোধের আগুন গগনচুম্বী হবেই
ছারখার করে দেবে শাসকদের গদি ,
শুধু তোমরা সাহস ভরো বুকে
একটি বার আওয়াজ তোলো যদি ।
মুখোশের আড়ালে শয়তান রূপী ভগবান
কেউ তারা নয় তোমাদের পূজ্য ,
গর্জে ওঠো - অস্ত্র হানো -
একবার বৃষ্টি নামলেই
উঠবে নতুন ভোরের সূর্য ।
