তবুও বৃষ্টি এলো না
তবুও বৃষ্টি এলো না
বৃষ্টি আসছি আসছি করেও
আর দিলো না ধরা হেথায় ,
হাওয়া গাছের পাতায় পাতায়
নৃত্যের মুদ্রা শেখায় ।
আকাশের নীল বুকের মাঝে
ঘন কালো বুনো মেঘের আনাগোনা ,
ক্ষণে ক্ষণে উঠছে ফুঁসে
বজ্র নিনাদ ধ্বনি সংযোগে দিচ্ছে হানা ।
দলে দলে মেঘেদের ঘোষিত অনুষ্ঠানসূচি
একটু পরেই মঞ্চস্থ হচ্ছে বৃষ্টি ,
মাঝে মধ্যে বিদু্ৎতের ঝলকানি
কিন্তু এসবেতে নাই মোদের রুচি ।
বৃষ্টির নৃত্য চাই , চাই বরিষণের সংগীত
বৃষ্টি আসুক ধরা মঞ্চে ,
রিনিঝিনি বাজিয়ে মিষ্টি নূপুর
তৃষ্ণার্ত ঝলসানো দেহ ভরে উঠুক
পরিতৃপ্ত অবগাহনের রোমাঞ্চে ।
