STORYMIRROR

Sharmistha Mukherjee

Romance Fantasy Others

3  

Sharmistha Mukherjee

Romance Fantasy Others

তুমি আছো বলেই

তুমি আছো বলেই

1 min
167


তুমি আছো বলে সন্ধ্যার আকাশ

আজও লালিমায় মাখা,

তুমি আছো বলে নদীর জলে

এখনও জোছনার ভাষা।


তুমি না থাকলে,

এই পথেরা কি ডাক দিত আমায়?

বাতাস কি তবে

গোপনে ফিসফিসিয়ে বলত— ভালোবাসি?


তোমার চোখে যে নরম রোদ আছে,

তাতে গলে যায় আমার সমস্ত একাকীত্ব।

তোমার ছোঁয়ায় যে নীল সমুদ্র বয়ে যায়,

তাতে হারিয়ে ফেলি সমস্ত ব্যথা।


তুমি আছো বলে,

ভোরের কুয়াশা রূপকথার মতো লাগে,

তুমি আছো বলে,

জীবন এখন কবিতা হয়ে বয়ে যায়।


তুমি কি জানো?

তোমার একফোঁটা হাসিই

আমার সমস্ত দুঃখের ঔষধ।

তুমি কি বোঝো?

তোমাকে ভালোবাসাই

আমার সবচেয়ে সুন্দর অভ্যাস।




Rate this content
Log in

Similar bengali poem from Romance