STORYMIRROR

Sharmistha Mukherjee

Romance Fantasy Others

3  

Sharmistha Mukherjee

Romance Fantasy Others

বৃষ্টিতে পরকীয়া

বৃষ্টিতে পরকীয়া

1 min
17


আজকে না হয় বৃষ্টি ধারায়

ধরবি টেনে হাত , 

আজকে না হয় আমার মরুবক্ষ

সিক্ত হোক দিনরাত । 


আজকে বৃষ্টিতে ভিজলি নাহয়

একলা ছাদের পরে , 

আমি নাহয় থাকবো পাশে

তোর হাতটি ধরে । 



আজকে নাহয় হবো আমি

স্নিগ্ধ শীতল হাওয়া , 

বজ্রনিনাদে ভয়ের অছিলায়

শুধু তোকেই ছুঁতে চাওয়া । 



আজকে নাহয় শিল্পী হয়ে আঁকবি

আমার দেহপরে জলীয় আল্পনা , 

রং - তুলি ব্যতীত অঙ্গুলি স্পর্শে

শুরু হোক প্রেমের আনাগোনা । 



আজকে নাহয় লিখবো আমি

বৃষ্টি প্রেমের গান , 

তুই নাহয় ভালোবেসেই ধরিস

মেঘমল্লারের তান । 



আজকে নাহয় আসলি কাছে

বৃষ্টি ভেজা রাতে , 

যদি দ্যাখে কেউ , দেখুন নাহয়

ভয় কি ভালোবাসাতে । 



আজকে নাহয় সব ভুলিয়ে

চুরি করে নে মোর হিয়া , 

দোষ কি তাতে , ভালোবাসাতো সত্য

নাহয় হোলোই পরকীয়া । 




Rate this content
Log in

Similar bengali poem from Romance