অন্তর্ভুক্তি
অন্তর্ভুক্তি


তুমি ভেজা প্রজাপতি হয়ে বসে আছো জানাল ছুঁয়ে
ময়ূরচুলের জনশূন্য সাঁতার জল ছিটিয়ে
আমার সকাল খুঁজে দিচ্ছে
শুধু আত্মীয়তাই হোক সমস্ত অঙ্গউৎসদের সাথে
এখনই উপসি রাত ভেঙে দিতে চাইনা
ঢালু রান্নাঘরে এখনো অনেকটা সূর্যমুখী রান্না বাকি আছে
শুধু দেখে নিও ওই প্রজাপতি রঙ খুঁজতে গিয়ে
যেন আমার গিঁট না খুলে যায়
এখন অলস রাত শুয়ে থাক চাঁদ উঁচিয়ে
ওই পাহাড়ি দুই চোখ জুড়ে আমি জন্ম দেবো বুনোশিহরণ