STORYMIRROR

Manik Goswami

Romance Classics

4  

Manik Goswami

Romance Classics

অনুভূতি

অনুভূতি

1 min
928

অনুভূতি

মানিক চন্দ্র গোস্বামী


পাতা ঝরার শব্দ শোনার ইচ্ছে মনে রেখে,

হেমন্তেরই দিনগুলি আমি কাটিয়ে দেবো সুখে।

পথ হয়ে আমি তোমার চরণ বুকের মাঝে লবো,

পদভারে পিষ্ট হয়েও বেদনায় সয়ে যাবো।

একঘেয়ে এই নীরস জীবনে রঙের লেগেছে ছোঁয়া,

ভালোবাসার স্পর্শে ভাসে অনুভূতির খেয়া।

পাথর কঠিন হৃদয়ের বুকে ফল্গু নদীর ধারা,

কোলাহলে মেতে কলতান তোলে পাহাড়ি ঝরনা ঝোড়া।

ভালোবেসে আমি বিনিময়ে পাই কষ্টের অনুভূতি,

দুঃখ পেয়েও কান্নার মাঝে আঁকড়ে ধরেছি স্মৃতি।

ব্যস্ত জীবনে পাই যদি আমি এতটুকু অবসর,

দেখি, অনুভূতি মোড়া ব্যর্থ প্রেমে হতাশা নিরন্তর।

গভীর রাতেও সুখস্বপ্নে হৃদয়ে বেজেছে সুর,

বুকের পাঁজরে মর্ম ব্যথায় প্রত্যাশা বহুদূর।

ভালোবাসি বলে সাধ্যমতো দেবার অঙ্গীকারে,

মনের মাঝেই যত্ন করে লালন করেছি তারে।


Rate this content
Log in

Similar bengali poem from Romance