STORYMIRROR

Anirban Das

Romance

5.0  

Anirban Das

Romance

পারিজাত

পারিজাত

1 min
1.0K


এমন তুফান আসেনি কখনো আগে 

এমন তুমি   দেখিনি কখনো আগে 

সিগারেট স্নাত ঠোঁটে লিপস্টিক লেগেছিলো 

চোখের কাজল গালে লাগিয়ে চাঁদ পথ ভুলেছিলো !


রামধনু মিশেছিল কাল সাঁকোটার মাঝে 

নীল রঙে লাল আর বেদুঈন ক্ষণ 

একটা অনুভূতি, হাজারটা প্রশ্নের উত্তর 

পাশে থাকা তুমি আর সন্ধ্যার ঋণ... 


মিশমিশে কালো নেমেছিল শরীর জড়িয়ে 

ঠোঁটের চুমু তে কফির নেশা ছিলো 

নীল লাল মিশেছিল সবকিছু হারিয়ে 

হাতের আঙুলে আস্তিন সব বুঝিয়ে দিলো... 


আর কয়েক পা এগোলেই পাবো জানি 

জানি আবার দেখা হবে বেঁধে বেঁধে একাকী পথে

শীতল পাহাড় কিংবা থমথমে উল্লাস 

ঠিক পৌঁছে যাবো স্থায়ী অনুভূতির সাথে !


যদি পাই তোমাকে, জড়িয়ে নেবো 

যদি দেখি তোমায়, বসন্তে রাখবো 

নগ্নতা যদি পাই অহংকার বানাবো 

শরীরের সাথে শরীর ছুঁয়ে রঙ-তুলি আঁকবো... 


Rate this content
Log in