আধ্যাত্মিকতা
আধ্যাত্মিকতা


অনেক দিন পরে চেনা এক মুঠো বাতাস ছুঁয়ে গেলো
আমার আমিকে তোমার স্নাত ঘরে বাষ্পে এঁকেদিলো !
শেফালী ফুলের ঠোঁটে স্বপ্ন সাজিয়ে নৌকায় যাত্রা করবো দুজনে
শতাব্দীর পরে শতাব্দীতে, বুক বেঁধে থাকবো গোপনে !
তোমার চুলের থার্মোমিটার যদি আনে সাইক্লোন আজ শহরে
তেমনি আমার তীব্র কামুক রাগ, সে তো তোমাকেই ভালোবেসে...
আধ্যাত্মিক ভাবাও তোমাকে ভালোবাসা
বলতে পারো পুজোর শেষে তোমায় নিয়ে থাকা !