STORYMIRROR

Anirban Das

Classics

3  

Anirban Das

Classics

অকাল শ্রাবণ

অকাল শ্রাবণ

1 min
823

আমল সমুদ্রে এক একটা নুড়ি পাথর 

  খুবই যত্নে রেখেছি 

কখনো লাল প্রিজম, কখনো নীল, কখনো বা কৌণিক , 

পাখির ঠোঁটের মতন ছোঁয়া আর কখনো শান্তনীল চরাচর...  


ক্রমশ পড়ে যাচ্ছে মুঠোয় রাখা প্রাক্তন 

নুর ঢেলে যাওয়া স্তরে পর্ণমোচী কুয়াশা 

পাশে শুয়ে থাকা সলীল পাঁজর খুলেছে 

খুঁড়েছে আশার আয়সী, জলচৌকী বর্ষায় ভিজেছে... 


বন্ধ ঘড়ি টা কাল একবার চালানোর চেষ্টা করেছিলাম 

মাথা টা হাতের ওপরেই রাখা ছিলো 

ভেজা চুলে হেনার গন্ধ, বৃষ্টির জলে সমুদ্র 

হয়তো সময় সমুদ্রের সাথে মিশেছিলো ! 


টুপ্ করে একফোঁটা জল গড়িয়ে কুট্টিম কিশোর 

    সকালে শিশির ভেজা মাঠ, তুমি ভেজা আমি -

ও আমার ভিজে যাওয়া পরাক বালিশ ছুঁয়ে ছিলো... 


ভিজে 

যাওয়া হাত কী তোমাকে ছুঁয়েছিলো ?  


Rate this content
Log in

Similar bengali poem from Classics