পর্যটন
পর্যটন


এ বুকে কার আঁকা আকাশ
দূর গাঁয়ের কুচকুচে মালতী যেনো সান্ধ্যেও ধ্রুবের কাজল
নাভির নিচে আঁকা সমুদ্র
একটা দুটো জাহাজ ভেসে আছে, ভর্তি শব্দেরা -
বিকিকিনি তে ব্যস্ত !
দীর্ঘদিনের নীলচাষী তবুও একদীঘি জল
নোঙর খানায় স্নাত উল্টে রাখা কাঠের চিতা
ক্ষয়ে যাওয়া পেন্সিলের শেষ মোগল
হয়তো ফিরে পাবো বিকেলের দু-ফোঁটা বৃষ্টির গোরস্থান...
হয়তো অন্যের পাহাড়, আমার নদী
হয়তো এমন করে কেউ আঁকেইনি আগে!
হয়তো শেষ, নাহলে শুরুর পর্যটন...