আগন্তুক
আগন্তুক


ঝড় উঠেছে 'মনে'র ঘরে ,
মন ভঙার শব্দে , পাহাড়ে চির ধরে!
কুয়াশা ঢাকা বুকে প্রেম কড়া নাড়ে ,
শান্তির আগুনে জ্বলে ওঠে তোমার নিস্তব্ধতা !
মাটির গন্ধ আর তোমার সাদা জামা ,
নোখের আচরে বৃষ্টির ছিটে পরে।।
তোমার ভাবনার সাথে কাউকে মেশায়নি ,
আমার তুলির টানে জলছবি আঁকিনি !
আলেয়া চোখে তোমার হাতছানি ,
ব্যস্ত শহরে আমি নিরবধি।।
বিশ্বাস যখন নগ্নতা ধরে
ভরসার হাত পূর্ণতা খোঁজে ।।
"ভলোবাসি তোমায় " ..এ কথাটাও
মিলিয়ে যায় নীল পারে।।
"চোখে দেখা সব সত্যি হয় না ,
কুয়াশা জমা মেঘে বৃষ্টি হয় না" ..এটি কাব্য নয়, বাস্তবতার হিম, মনাকাশে ।।
হয়তো কোনো আগন্তুক !