ধ্বংস ও ক্ষতি
ধ্বংস ও ক্ষতি


দেখো এই রক্তিম নিশিরাত পূর্ণ আলো নিয়ে জেগে আছে,
চাঁদ আর মেঘের লুকোচুরি খেলা বেশ জমে উঠেছে !
এমনো সময় যদি তুমি কাছে থাকতে হাতে হাত রেখে গান গাইতাম দুজনে..... "নিশি রাত বাঁকা চাঁদ আকাশে, চুপি চুপি বাঁশী বাজে বাতাসে "।।
ঐ ওষ্ঠ্য জোড়ার কম্পনে আমার ভালোবাসা চিনে নিতাম,
অমৃত সুধার মতো পান করতাম তোমার প্রেম !
দিনের আলোতে জড়াই নি কখনো দক্ষিণা বাতাসকে ।।
বুকের ভেতরে অদৃশ্য বেদনায় আজ আমি রাত জাগা বেদুঈন,,
নিরবতা আজ শব্দ বুনেছে শতকোটি,
নিশিরাত মুক্তি পেয়েছে ভোরের আলোতে।।
এমনো সময় যদি তুমি পাশে থাকতে, হাতে হাত রেখে গান গাইতাম দুজনে..... "চল রাস্তায় সাজি ট্রামলাইন, আর কবিতায় শুয়ে কাপ-প্লেট "।।