বাঁশি - সায়নী ব্যানার্জী
বাঁশি - সায়নী ব্যানার্জী


শ্যামের বাঁশি চিরটাকাল
বড় একলা সুর গায় ,
তান বেঁধে রাধার নামে -
সখী পানে শুধু চায় l
শ্যামের বাঁশির সুর থেকে সুর
রাধা রাধা খুঁজে মরে -
কৃষ্ণ প্রেমে পাগল মীরার
বক্ষ মাঝে অশ্রু ঝরে l
চোখের চাওয়া , মৃদু হাসি ,
লীলার মাঝে জগৎ লীন ,
সৃষ্ট তব প্রেমের মায়ায় -
জগৎ বড় সঙ্গীহীন ll