খোঁজ #Lovelanguage
খোঁজ #Lovelanguage


প্রেমের সংজ্ঞা হাতড়াতে হাতড়াতে
হাতে কেবল পরে রইলো তুমি, আমি
আর অজস্র অভিমান l
প্রিয় সুগন্ধ প্রিয় ঋতু এক দীর্ঘ বচসার পর
যে যার রাস্তা খুঁজে নিলো l
আমি প্রেম খুঁজতে গিয়ে হড়কে গেলাম
ফুটপাতের কিছু রঙিন ম্যাগাজিনে l
কত দুপুর বয়ে গেল
কত সন্ধ্যে ঠোঁট আর কাপুচিনোয় বন্দি হলো ,
ম্যাগাজিনের শেষ পাতায়
স্বীকারোক্তি তে এসে দেখলাম,
আমার মতো কত কত মেয়ে
সেই কোন কাল থেকে ভালোবাসাকে
হাতড়ে চলছে -
বইয়ের শেষ লাইনে লেখা আছে-
উত্তরের জন্য
চোখ রাখুন পরবর্তী সংখ্যায় l
শুনলাম এরপর আর কোনো সংখ্যা প্রকাশিত হয়নি l