প্রেম কথা
প্রেম কথা


বৈতরণীর পাল দুলেছে
চলতি হাওয়ায় লেগে -
পালের সাথে হাওয়ার উড়ান
প্রেম দেখেছে জেগে l
ভালোবাসার সংজ্ঞা নেই,
তার ধরণ নিজের মতো -
কেউ সুখী তার প্রেমাকাশে ,
কেউ উড়ছে অবিরত l
প্রেম খুঁজে যায় সামলানো হাত ,
ভরসার হাত কাঁধে -
আধুনিকতা কাঁধের স্পর্শে
সন্ধানী একা রাতে l
ভালোবাসা আজও দিশেহারা বড়
মিলিত আত্মার খোঁজে ,
চলতি হাওয়া প্রেম উড়ানে
শুধুই শরীর বোঝে l
ভালোবাসা এক কবিতা দীর্ঘ -
প্রতিদিন বেড়ে চলে ,
বৈতরণী পাল তুললেই
চলার গল্প বলে l
অনুভূতি সে অদ্ভুত খুব
স্বস্তির নিঃশ্বাসে,
অবাধ্য প্রেম শত বারণেও
বারবার ভালোবাসে ll