ঠোঁট
ঠোঁট
স্পর্শ পাওয়া সহজ ,
স্পর্শ ভোলানো সহজ ,
সহজ ,স্পর্শে লাগা ধুলো ঝেড়ে ফেলা -
সহজ নয় প্রেমাবেগের গভীর
চুম্বন ,ঠোঁট থেকে মুছে ফেলা -
প্রশ্বাস ধরে দীর্ঘনিঃস্বাসের শব্ধ
ঠোঁট থেকে ঠোঁটে ,
আবেগ থেকে আবেগে ,
যত্ন করে সাজিয়ে দিয়ে ভুলতে পারা সহজ নয় l
প্রেমে পড়া সহজ হলেও
প্রেম ভোলা সহজ নয় ll