ঘুম না আসা রাত
ঘুম না আসা রাত


রাত্রি আমার স্বপ্নজাগা
জোৎস্নার চিলতে ঘর ,
রাত্রি আমার মরীচিকা খোঁজে
স্বর্ণাভ বালুচর l
রাত্রি আমার বন্ধ চোখে
স্পষ্ট তোমার হাত ,
সামনে পাওয়া অভাবটাকে
ছোঁয়ার অজুহাত l
রাত্রি আমার অপেক্ষা দীর্ঘ
আকাশ খোলা বুকে ,
স্তব্ধতা বলে ঘুম আসেনি আজও
আরেকজনের চোখে ll