আলিঙ্গন
আলিঙ্গন


ভালোলাগার একাকিত্ব
দুহাত দিয়ে যখন গলা টিপে ধরে -
যখন থাবা বসায় আমার ইচ্ছেগলিতে,
জানা সব অঙ্কগুলো বারবার
ভুল হয়ে যায় -
ঠিক তখনই বসন্ত আসে
ফুল ফোঁটে
প্রেম হয় l
একাকিত্বের অসহ্য আলিঙ্গন বুঝিয়ে দেয়,
আর একা থাকা চলে না l
দুইয়ে চলতে হয় ...ll