বহুকালের সম্পর্ক
বহুকালের সম্পর্ক


এলোমেলো হয়ে যায় তোমার আকাশ
ছড়িয়ে ছিটিয়ে থাকে নক্ষত্রকণা
বাতাসের শব্দে মৌমাছি রা যেমন ছুটে ছুটে যায়
ঠিক তেমনি ভাবে মেঘেরা সাঁজে কারুকাজে
এ যেন দিগন্তের রূপবিন্যাস
সাগরের উথাল ঢেউয়ে যেন ডেকে এনেছে
সর্বনাশ
পাহাড়ি ঝর্ণার জল যেমন ছুটে ছুটে নামে
চিঠি গুলো উড়িয়ে যায় নীল আকাশে
মনের গহীনে কত সাধ জাগে অজান্তে
এ যেন তোমার আমার স্বপ্নসাধ
খুব ছুঁয়ে দিতে ইচ্ছে করছে
ছুঁয়ে যদি দেই রা
গ করবে কি ?
যদি ছুটে আসি তোমার কাছে
আমাকে ফিরিয়ে দিবে কি ?
মাঝে মাঝে ছুঁয়ে দেতে ইচ্ছে করে মেঘলা আকাশে লুকোনো পূর্ণিমার চাঁদ টা
আরো ইচ্ছে করে সহস্র তারার মাঝে হারিয়ে যেতে
ছুঁয়ে যদি দেই তোমার শ্রাবণের ঢেউয়ে ভাসা
তুমুল নদী
রাখবে কি সব করে স্মৃতি
লুকিয়ে থাকা তোমার সেই সুখপাখি,
যেন রৌদ্রতাপিত সোনাঝুরি
ভেবে ভেবে ভেসে যাই অপলকে
তাই তো সব ভুলে ছুটে আসি তোমার কাছে
এভাবেই কালে কালে বহুকালে ।