STORYMIRROR

Orpita Oyshorjo

Tragedy Fantasy Others

3  

Orpita Oyshorjo

Tragedy Fantasy Others

তোমাকে না পাওয়া

তোমাকে না পাওয়া

1 min
1.0K


অনেক মাস হয়ে গেলো পাশে নেই তুমি 

তোমাকে ছাড়া কেমন আছি শুধু আমি যানি 

তোমাকে দেখাটা হয়ে গেছে নেশা 

এভাবে কি যায় বাঁচা 

চারিদিকে শুধু ভয় আর ভয় 

কখনো মানুষের বা কখনো তোমাকে না পাওয়ার 

সেদিন রাতে মাঝ রাতে হঠাৎ ঘুম ভেঙ্গে গেলো 

তোমার কথা হঠাৎ খুব মনে পরছে 

কেমন যেন গাঁ ছমছম করছে 

কপালে বিন্দু বিন্দু ঘাম ঝরছে 

তুমিহীন আমি অনেক একা

এক মহাশূন্যের মতো একা,

নির্জীব মরুভূমির মতো একা

এসব ভাবতে

ভাবতেই আবার চোখ দুটি বন্ধ করে ফেললাম 

 তোমাকে হারিয়ে ফেলার দিন থেকে

আমার ভয়ংকর একাকিত্বের ভয়।

এখন তো আমার

রাত পার করতে হয় তোমাকে ছাড়া;

আর তুমি তো জানোই,

এক মুহুর্ত তুমি পাশে না থাকলে

আমার নিশ্বাস বন্ধ বন্ধ লাগে,

দম বন্ধ হয়ে মরে যাওয়ার ভয়েও

তাই আর রাত জাগি না।

তুমি আমার কাছে ফিরে আসলে না,

আর আমিও মাঝরাতে চিৎকার করে

কান্নার সুযোগ পেলাম না।

আসলে তুমি কাছে না থাকলে

কোনো কিছুতেই আমার মন লাগে না।



Rate this content
Log in