একটি নিখোঁজ সংবাদ
একটি নিখোঁজ সংবাদ

1 min

1.1K
এক অস্তিত্বের নিখোঁজ সংবাদে
ছেয়ে গেছে শহর
এ শহরের যত আত্মকথা
এই পেরেক ঠোকা ঘরের চার দেয়াল
শুধু জানে আমার হৃদয়ে কতো ব্যথা ।
কালে কালে বহুকালে জিততে চেয়েছিলাম
না জানি কতো কাল এভাবেই পরেছিলাম ,
ধরেছিলাম আমার লেখা প্রতিটি কবিতায় বাজি
কবির অস্তিত্ব ফেরাতে বুকে শত শত পেরেক ঠুকতে আজ আমি রাজি।
গুনছি আমি নির্ঘুম প্রহর
পোস্টারে ফুটে উঠেছে শহর ।
অপেক্ষা করো সকালের বুলেটিনে না পাওয়ার খবরের
দেয়ালে ছেঁড়া পোস্টার কিংবা নির্ঘুম প্রহরের ।