আরেক ফাল্গুন
আরেক ফাল্গুন


ফাল্গুনের বাতাসে কেমন যেন এক ধরনের অদ্ভুত এক বিরহের হাহাকার ভাসছে ,
কেমন যেন একটা অদ্ভুত কষ্ট মিশে আছে এই বাতাসে ,
চুপটি করে আমি বসে আছি একলা আপন মনে
কষ্ট আর যন্ত্রণা আঁকড়ে ধরে ।
ঠিক তখনি তুমি এলে আমার জীবনে ,
আমার জীবন আলোকিত করে ।
এই যে তুমি ঠিক আমার পাশেই বসে আছো
ঠিক আনমনে আমার হাতের মুঠোয় হাত রেখেছো,
তোমার কাঁধে আমাকে আশ্রয় দিয়েছো ।
এই যে দেখো চারিদিকে কতো শত রঙীন ফুলের মেলা।
চারপাশে ভালবাসার কবিতা আর পাখিদের খেলা,
ফুলের গায়ে প্রজাপতি উড়ছে যেন ফাল্গুনের বাতাসে ,
আমাকে এভাবেই আঁকড়ে ধরে রেখো ভালোবেসে পরম যত্নে ।