বৃষ্টিময় তুমি
বৃষ্টিময় তুমি

1 min

1.1K
সেদিন বৃষ্টির দিন ছিল..
যখন আমি তোমাকে প্রথম দেখেছিলাম ,
তুমি হাসছিলে আর বৃষ্টি উপভোগ করছিলে
আমি তোমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে ছিলাম ।
কি মায়াবী তোমার চাহনি ..
সেদিন থেকে আমি বৃষ্টি লিখবো বলে,
কাব্য-কৌতূহলে শব্দ খুঁজি
অথচ আমার এ দু চোখ জানে,
কী ভীষণ অভিমানে,
বৃষ্টি বলতে আমি শুধু আমাকেই বুঝি!