STORYMIRROR

Mausumi Pramanik

Drama

1.3  

Mausumi Pramanik

Drama

আক্ষেপ

আক্ষেপ

1 min
4.6K


অতীতের গহ্বরে তলিয়ে গেছে

কিছু ভাল লাগা মুহূর্ত...অন্তলীন।

ফিরে আসবে না, জানি, সে সময়...কোন দিন।

তবুও চোখ বন্ধ করলেই ভেসে ওঠে...অহর্নিশি

ভালবাসায় মাখামাখি হয়ে থাকা সেই চাহনি,

নিখাদ নিষ্পাপ মুখ...হাসিখুশি।


সুদৃশ্য সেই সান্ধ্যকালীন আড্ডা...উল্লাস!

গান, কবিতার ছন্দে বন্দী কিছু লহমা...উচ্ছাস!

হাতে হাত ধরে খানিকটা পথচলা...বিরামহীন

কিছু খুনসুটি, কিছু দুষ্টুমির অন্তহীন বেলা...অমলিন।


ক্লান্ত, অভিমানী মন বিরহ ব্যথায় কাতর...উদাসীন।

দিন গুনছে সেই ক্ষণের...অন্তিম ক্ষন।

শেষ হয়েও যা শেষ হবে না...প্রেমানুভূতি।

রেশ রয়ে যাবে বহুকাল...হয়তো বা চিরদিন।।



Rate this content
Log in

Similar bengali poem from Drama