হারানো বিকেল
হারানো বিকেল


দিনের শেষে,উঁচু ইমারতের আড়ালে মুখ লোকানো
একফালি সূর্য আর শ্রান্ত বিকেলে ঝরা পাতায়,
ভেসে আসা দীর্ঘশ্বাসㅣ
যেন এক হঠাৎ মন কেমন করানোর ছলㅣ
কোনো এক অদৃশ্য জাদুকরের মন্ত্রে,
এক মুহূর্তে হারিয়ে যায়
আলো ঝলমল শোরুমের শীতল দীর্ঘশ্বাসㅣ
পিৎজা ও বার্গার এর চেনা হাতছানি,
হার মেনে যায় চিনে বাদামের গন্ধেㅣ
রোজ সকালে ,আয়নায় দেখা চেহারাটাও
এক লহমায় মনে হয় খুব অচেনাㅣ
ঠিক যেন, সেই রথের মেলায় দেখা বহুরূপীㅣ
কাঁচাপাকা চুলের ক্লান্ত মুখোশটাকে,
এক টানে ছিড়ে ফেলে, ছুটে চলে যায়
হাফপ্যান্ট পড়া একটা রোগাটে ছেলেㅣ
হৃৎপিন্ডের চেয়েও জোর গতিতে ছুটে চলেছে সে,
পায়ের ছোয়ায় উড়ছে ধুলো,
তবু মন পড়ে আছে, সেই গোলপোস্টের ধারেㅣ
তবুও ছুট্ছে সে, সবুজ মাঠের হাতছানি ভুলে,
কারন সময় এখন, মায়ের আঁচলে মুখ লোকাবারㅣ