পথিক
পথিক


চেনা পথে, নতুন মানুষ,
হাঁটছে যখন একই ভাবে!
আমায় তখন দেখছে আকাশ,
আমি আছি এই পথেই মিশে।
এই যে আকাশ, এই যে নদী,
তোমায় দিয়ে যাব যদি,
বাঁচিয়ে রাখো আমায় তুমি,
তোমার হৃদয় মাঝে,
চেনা পথে, নতুন মানুষ,
হাঁটছে যখন একই ভাবে!
পুরনো কিছু হলুদ ঘাস,
কিছু কাঁটা একরাশ,
ধূলিকণায় লেখা আছে পথের ইতিহাস।
এই স্মৃতি ভার, এই মনিহার,
দিযে যেতে চাই, তোমায় এবার।
তোমার করে নাওগো এ পথ
নিয়ে চলো মোরে দূর পারবার।
আবার নতুন পথিক আসবে,
নতুন নয়ন তারা হাসবে,
আবার জাগবে পাখিদের কলতান,
নতুন ছন্দ গাইবে, আগমনীর জয় গান।
আমি আছি-আমি থাকবো,
তোমাদেরই মাঝে,
না যদি স্থান দাও হৃদয়ে,
রেখো পদ রজে।
চেনা পথে, নতুন মানুষ,
হাঁটছে যখন একই ভাবে!
আমায় তখন দেখছে আকাশ,
আমি আছি এই পথেই মিশে।