ভূয়ো থবর
ভূয়ো থবর


এখন আমরা গল্পের দেশে,
বুঝতে পাইনা কোনটা সত্যি,
আর কোনটা সর্বনেশে।
সস্তায় পাওয়া ইন্টারনেট,
আর কিছুটা ভুয়ো খবর,
গিলছে সবাই সারাদিন রাত,
সত্য ঘটনা, যাচ্ছে কবর।
এই কাজটা অমুক করেছে,ওই কাজটা তমুক,
ভুয়ো খবরের ভান্ডারটা একটুখানি কমুক।
সচ্ছতা আসুক,নদী নালাতে, সচ্ছতা আসুক গোটা দেশে
চাই,সাংবাদিকদের কাজকর্মেও সচ্ছতা যদি আসে।
দোষারোপ করে ব্যাস্ত সবাই ব্যাস্ত আমি,ব্যাস্ত তুমি
আপন দোষকে লুকিয়ে আমরা, বাড়াই দোষের জমি।
দেশটা এবার হতে যাচ্ছে ভুয়ো খবরের জন্মভূমি।