একাকীত্ব
একাকীত্ব


মোবাইলের স্টোরেজ,
যত বেশি হয়,তত ভালো ।
ইন্টারনেট ডেটা,
যত বেশি হয়,তত ভালো।
সোশ্যাল মিডিয়ায় ফ্রেন্ডলিস্ট,
যত বেশি,তত বিখ্যাত ;
কিন্তু
পরিবারে আমরা
যত কম আজ,ততই নাকি উন্নত!
পিসি মাসি কাকা,
সব ঘরই ফাঁকা
একা একা শুধু
দিন গুনি।
রাঙা সেজ মেঝ
ফুল কাকু সব
এখন আমরা
কম চিনি ।
বাবা মা,আর আমি
করে দামাদামি ;
শহরেতে যদি
ঘর হত।
নিজেরাই আজ দুঃখ করতে
বেছে নিয়েছি, একাকীত্ব।