STORYMIRROR

biswadip karmakar

Drama

4  

biswadip karmakar

Drama

মনেকরো

মনেকরো

1 min
2.7K


মনেকরো,যেন কিচ্ছুটি হয়নি তোমার

গতকাল রাতে একটু বৃষ্টি নেমেছিল।

কিন্তু আজ সকালে,তার চিহ্নমাত্র নেই।


মনেকরো,কেউ দুঃখ দেয়নি তোমায

পথে চলতে গিয়ে ঘরের ভেতরে বা বাইরে

ওরকম টুকটাক আঘাত লাগতেই পারে।


মনেকরো,তোমার সব কিছু ঠিকঠাক

এই মনে একটু আধটু ময়লা জমেছে,

ওসব সময়ের জলে ধুয়ে ফেলবো।


মনেকরো,কেউ কোনো ভুল করেনি কোথাও

সত্য মিথ্যা যেমন আছে,ভুল ও আছে।

মনে মনে ভাবো ওকেও তো বাঁচতে হবে।


মনেকরো,রাস্তায় কোনো বাধা নেই তোমার

অল্প ট্রাফিক জ্যাম,ওটা মাঝে মধ্যে থাকে,

সময় লাগবে,কিন্তু সে বাধা স্থায়ী নয


মনেকরো,তুমি ক্ষমাকরতে শিখেগেছো।

দেখবে ক্ষমায়,একটু সুখ লুকানো আছে

যেটা গোপনে তোমাকে ছুঁয়ে যাবে।


মনেকরো,সব ত্যাগ করেছ,যা ছিল তোমার।

দেখবে,পৃথিবীর সব কিছুই তোমার,

ঠিক নিজের হাতে সাজানো ঘর।


Rate this content
Log in

Similar bengali poem from Drama