একলা বিকেল
একলা বিকেল


সেদিন ফোনে শেষ কথা হল,তেরো মিনিট তেরো সেকেন্ড।
তুমি নিজেই বলেছিলে আজ তেরো তারিখ,
বিকেলে আমার সাথে দেখা করতে আসবে,মাঠের ধারের ফাঁকা রাস্তাটায়,,,,
আমিও তাই বিকেলে প্রায় ঠিক সময়েই এসে বসে থাকলাম,সেই বড়ো গাছটার নীচে...
যেখানে আমরা এর আগে বসেছিলাম অনেকবার...।
শুধু বসেই থাকলাম, ভাবলাম তুমি হয়তো ভুলে গেছো আসার কথা,
অথবা কোনো সমস্যা পড়েছো বাড়িতে বা পথে তাই এটা ওটা
নানা চিন্তা ঘুরপাক করছিল মাথার মধ্যে।
তখন পায়ে কটা মশা কামড় দিয়ে আমার খবরাখবর নিচ্ছিল।
সূর্য ডুবে গোধূলি নামিয়ে আভাস দিল সময়ের।একটা অন্ধকার শুধু ঘনিয়ে আসছে।