কিন্তু আজ লিখছি …
কিন্তু আজ লিখছি …


তুমি বলেছিলে কবিতা লিখতে …
বলেছিলে তোমাকে নিয়ে লিখতে …আমাদের নিয়ে লিখতে।
তখন বলেছিলাম সময় হবেনা …
ভেবেছিলাম সত্যি ই তো, সময় কোথায়?
পুরো দেশের সুরক্ষা আমার কাজ।
মানুষের সুখের খেয়াল রাখা আমার দায়িত্ব।
কিন্তু আজ লিখছি …
কেন জানো?
ইচ্ছা করছে ...তোমাকে দেখতে ...তোমার গলা শুনতে …
কিন্তু এখন যে নিজের ভেতর বদ্ধ আওয়াজ ছাড়া কিছুই শোনার উপায় নেই
কালো অন্ধকার চারদিক ...কনকনে ঠান্ডা …কাল যুদ্ধ শুরু …
চিঠিটা পেলে খবর দিও ….জানিও কেমন লাগলো এই কবিতা।