আর আমি?
আর আমি?


তুই আমার গর্বের কারণ …
তুই আমার ভালোবাসার কারণ …
তুই আমার প্রতিটা চেষ্টার কারণ …
হ্যা, কষ্ট ও পাই আমি।
হ্যা, প্রতিটা দিন অপেক্ষায় কাটে আমার …
কিন্তু তোর খুশি যে এতেই …
তোর খুশি যে অন্যের খুশিতে।
তোর খুশি দেশের সুরক্ষায় …
আর আমি? আমি যে মা …
মার খুশি সন্তানের হাসিতে …
তার চাওয়া, পাওয়া, আর ত্যাগে।