আমি ফিরছি মা
আমি ফিরছি মা


আজ রাতের শেষ ...আজ বাড়ি ফেরার পালা।
সেই অন্ধকার রাত - আজ সে শেষ।
আমি ফিরছি মা ....তোমার কাছে।
সত্যি বলবো?
ভয় আমার লাগে ...এখনো লাগে।
অন্ধকার রাত, অজানা ডাক, শত্রুর হুংকার - লাগে আমার ভয়।
তবে হারতে তো তুমি শিখাওনি, জিততে শিখিয়েছো।
আমি জিতে ফিরছি, মা।
তোমার কাছে - মাথা উঁচু করে, শত্রুকে দমন করে।
তোমার কাছে ফিরছি।