নিজের ভোটটা দিয়ে আসতে পারিনা
নিজের ভোটটা দিয়ে আসতে পারিনা


আমরা নদীতে যাই মাছ ধরতে
মাঠে যাই জমি চষতে ফসল কাটতে
পাহাড়ি বন থেকে নিয়ে আসি কাঠ কেন্দপাতা
নোনা বন থেকে আসে মধু্ , হোগলা, গরাণ
খাদানে যাই পাথর কাটতে, খনিতে কয়লা তুলতে।
কিন্তু নিজের ভোটটা নিজে দিয়ে আসতে পারিনা!
উন্নয়ন দাড়িয়ে রাস্তায়, ফিরে আসি নিজ আঙিনায়।
গুজরাট দিল্লিতে যাই হীরা সোনা জরির কাজে
ব্যাঙ্গালোর পুনে চেন্নাই হায়দ্রাবাদের আইটি পার্কে
কেরলের রাস্তাঘাট ঘরবাড়ি ব্রিজ বানানোর ঠিকায়
নতুবা স্বপনগরী মুম্বাই, নয়ডা কিম্বা চণ্ডীগড়ের রাস্তায়।
আমরা চপ ভাজতে জানি না তাই চাকরি পেতে পারিনা
নিজের ভোটটা নিজে সময় করে দিয়ে আসতে পারিনা!