রাতের তারার মতো জেগে রয় দুঃখ
রাতের তারার মতো জেগে রয় দুঃখ


১.
দুঃখ গুলো সাথে নিয়ে শুয়ে আছি
ঘুম অপেক্ষা করতে করতে বিষন্ন
তারাগুলো ঘন হয়ে গেছে বটের আঁঠার মতো।
২.
দুঃখ গুলো সাথে নিয়ে শুয়ে আছি
কান্নার শব্দে ভিজে গেছে সারা দেহ
অদ্ভুত এক ব্যথা বুকের এক কোণে
৩.
দুঃখ গুলো একা একা হেঁটে হেঁটে আসে
ছোট্টো মেয়ের মতো কোলে বসার বায়না করে।
৪.
এক সন্ধ্যায় দুঃখ এসে বসলো বাড়ির পেয়ারা গাছটায়
একটু আগেই আগে থেকে বসা পেঁচাটির ঠিক পাশটায়
পাতাগুলো ভিজেছে সুখের বৃষ্টি মেখে আতর গন্ধে গন্ধে
সান্ধ্য আড্ডা জমাবে পেঁচাটিকে দিয়ে দুঃখ পত্ররন্ধ্রে।
৫.
সন্ধ্যাবেলায় হঠাৎ করে জাপটে ধরলো দুঃখ
যেন জুহুর আছড়ে পড়া ঢেউ আর আবছা
আলো আঁধারিতে প্রেমিক প্রেমিকার দল।
ঠিক তেমনই অন্ধকারে জাপটে ধরলো দুঃখ
তার তো মুখ দেখতে পেলাম না।
পাহাড়ি সন্ধ্যার মতো ঝুপ করে নেমে এলো
ক্ষনিকের আলিঙ্গন শেষে বিদায় জানালো
শীতের ক্ষুদ্রতম রাতের মতো।