পুনেতে লেখা কবিতাগুচ্ছ
পুনেতে লেখা কবিতাগুচ্ছ


ভীড় করে আছে সমস্ত মধুলোভী
ভীড় করে আছে সমস্ত মধুলোভী
সবেমাত্র ভেঙে এনেছে মৌচাক
ভীড় করে আছে সমস্ত মধুলোভী
কে এসেছে আগে কেবা পরে
তর্কাতর্কি
হাতাহাতি
চুলোচুলি
আর্দ্রতা বাড়ে
নতুন জীবাণুর জন্ম হয়।
মৌয়াল ফিরে যায় বাড়ি।
মাঝরাতে যখন দৈত্য জেগে আসে!
মাঝরাতে যখন দৈত্য জেগে আসে!
ঘুম আসার ঠিক কয়েক মিনিট আগে
এক একদিন মাঝরাতে যখন দৈত্য জেগে আসে
তখন তাকে রোজ প্রশ্ন করি রোজকার মতো
আমাদের গল্প মনে রাখবে তো সকাল বেলায়।
অদৃশ্য এক মস্ত ঘড়ি
অদৃশ্য এক মস্ত ঘড়ি
টিক টিক করে জেগে আছে
অদৃশ্য এক মস্ত ঘড়ি
কালিন্দীর জলে ছায়া পড়ে
সূর্য নিঃস্বার্থ হয়ে অস্ত যায়
ছলছলাৎ করে ফিরে আসে
মাঝির নৌকা আর জাল।
ফেলে আসা সময় পথ ভুলে
কবরের দিকে এগিয়ে যায়।
শুধু টিকটিক করে জেগে আছে
এক অপরাজেয় মস্ত ঘড়ি।