পুনেতে লেখা কবিতাগুচ্ছ, জীবন যাত্রী
পুনেতে লেখা কবিতাগুচ্ছ, জীবন যাত্রী
১জীবনযাত্রী
বাসটা থমকে দাড়ায়
পিছু পিছু এসে খেজুর গাছগুলো থমকে দাড়ায়।
বাসটা আবার চলছে
নির্জীব সমস্ত লাশগুলো সকালে ধীর লয়ে হাঁটছে।
বাসটা কিন্তু চলছে
লাশগুলো দৌড়ানোর অক্লান্ত অভিনয় করছে!