ত্রয়ী
ত্রয়ী


১.
নদী
আমার বুকের বাঁকে তোর চল
দুমড়ে মুচড়ে গহীনে তোর তল।
২.
বাতাস
পচনশীলতার নূন্যতম খবর থাকে তোর
তেজস্ক্রিয়তা কিংবা একটা অনাদি ভোর।
৩.
মাটি
আমার হাড় মাংস সবকিছুই মাটি
লিভার কিংবা হৃৎপিন্ড নির্ভেজাল খাঁটি
চৈত্র রোদে নালি সবকিছু শুকিয়ে তামাদি
ভরা ভাদ্রের রক্তরস নবীন অথচ আদি!