জন্মের দূরত্ব মাইল স্টোনের মতো
জন্মের দূরত্ব মাইল স্টোনের মতো


১.
এক এক জন্মের দূরত্ব মাইল স্টোনের মতো
সরে সরে সামনে
অদ্ভুতভাবে অহোরাত্র আরও সামনে এগিয়ে যায়।
২.
সমানে পিছন থেকে ঠেলে ঠেলে এগিয়ে দিচ্ছে
হু হু করে একটা কুটো যেন ভেসে যাচ্ছে জলস্রোতে
৩.
এক একটা জন্ম মৃত্যুর মাঝখানে হয়তো একটা বিরতি
সাময়িক কয়েক ভগ্নাংশের বিরতি শেষে
আবার আর এক জন্ম এসে পৌঁছেছে স্টেশনে
অদ্ভুতভাবে যেন হুইসেল বাজাতে বাজাতে ছেড়ে যায়
এক এক জন্মের দূরত্ব মাইল স্টোনের মতো।