বিকেলে
বিকেলে
বিটকেলে এই বিকেল বেলায় একলা চলি পথে,
যখন তোমার প্রেমের বাণী ভ্রমে মনোরথে ।
দিক-দিগন্তে মাঠে ঘাটে ,
নীল আকাশের পাটে পাটে,
যখন তোমার মোহন বেণু বাজে সবার মতে ।
একলা চলি পথে ।
আজ বিকেলের ফাগুন বেলা ,
আগুন নিয়ে করে খেলা ,
শরতের ওই মেঘের ভেলা হারায় মাঝপথে।
তখন তোমার শাসন বারি,
নীল আকাশের সঙ্গ ছাড়ি'
করতে তোমায় আপনারই; অসৎ মিলায় সতে,
একলা চলি পথে।