STORYMIRROR

ফাইয়াজ ইসলাম ফাহিম

Abstract Fantasy

5  

ফাইয়াজ ইসলাম ফাহিম

Abstract Fantasy

ভালবাসার সাতকাহন

ভালবাসার সাতকাহন

1 min
548

ভালবাসার সাতকাহনে হলো না ঘর বাঁধা

তরী আমার কূলে ডুবেছে তা জেনেও স্বপ্ন দেখি 

আমি আসলেই আস্ত গাঁধা।


কি আশার স্বপ্ন দেখি

কিসে তারে ভাবি আপন,

মন তো মরে গেছে

মুড়ে আছে সাদা কাফন।


ভালবাসার সাতকাহনে 

আমি যে নাই, 

আমি তো ভস্ম- ছাই।

ভালবাসার সাতকাহনে

কে করবে রাজত্ব? 

আমার তো কিছু নেই!

কোন লাইসেন্স নেই, নেই কোন স্বত্ত্ব। 


তবুও প্রবল ইচ্ছে 

ভালবাসার সাতকাহনে

নিবো ঠাঁই,

যে করে হোক, যেমনে হোক 

ভালবাসার সাতকাহনের রাজ্য আমার চাই।


ভালবাসার সাতকাহন

আমার হবে কবে?

দূর ছাই!

কি ভাবছো,কি চাইছো

ভালবাসার সাতকাহন কস্মিনকালেও তোমার নাহ্ হবে।


ভালবাসার সাতকাহন 

তার মনে,জর্জ,ব্যারিস্টার,সরকারি মনুষ্য পোষে....



উৎসর্গঃ সু্বর্ণা আহমেদ রিমি কে, যার মনে কস্মিনকালেও ঠাঁই হয়নি....















Rate this content
Log in

Similar bengali poem from Abstract