STORYMIRROR

ফাইয়াজ ইসলাম ফাহিম

Tragedy Action Inspirational

3  

ফাইয়াজ ইসলাম ফাহিম

Tragedy Action Inspirational

নগ্নতা

নগ্নতা

2 mins
269

হে নগ্নতা তুমি সৌন্দর্যের ভিটামিন এ

তুমি আছো বলেই সৌন্দর্যের এ্যাত্ত শক্তি,

হে নগ্নতা তুমি আজ উপহাসের পাত্র হয়ে দাঁড়িয়েছো

তোমাকে নিয়ে আজ নানা গুঞ্জন

তোমাকে নিয়ে অপবাদের হলি খেলে এ অচলায়তন সমাজ।


তোমাকে নিয়ে আজ মামলা চলে

সৌন্দর্যের উপর হামলা চলে,

হে নগ্নতা আমি জানি না তোমার কি অপরাধ

আমি জানি না তুমি কেন ধর্মে নিষিদ্ধ

আমি শুধু এইটুকু জানি তুমি সৌন্দর্যের ভিটামিন এ

সৌন্দর্য তোমার জন্য আজ মোহিত।


হে নগ্নতা তোমাকে বঙ্গদেশের মানুষ

আজ ধর্ষণের বাহক মনে করে,

হে নগ্নতা আমি জানি না

কিসে আজ ছ'মাসের বাচ্চা ধর্ষণ হয়

কিসে আজ পত্রিকায় দেখি চার পায়ের জন্তু ধর্ষিত হয়

হে নগ্নতা আমি জানি কেন এমন হচ্ছে

কেন তোমায় অসভ্য বলে গালি দিচ্ছে।


হে নগ্নতা তুমি কি অপরাধ করেছো আমার জানা নেই

আমি শুধু জানি তুমি সৌন্দর্যের শক্তি বর্ধিত করেছো,

ভালবাসার স্পৃহা বাড়িয়েছি

মনের মাঝে ভালবাসা সঞ্চারিত করেছো

হে নগ্নতা আমি জানি না

কি তোমার অপরাধ?


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy