প্রথম বর্ষা
প্রথম বর্ষা


আকাশ হতে স্বস্তি ঝরে,
বাতাস স্নানে স্নিগ্ধ হয়,
গুল্মলতা নৃত্য করে,
তপ্ত মাটি শান্তি পায়।
বৃক্ষপাতা হাস্য করে ,
রং ফেরে তার হরিদ্রায় ,
কলকলিয়ে ওঠে নদী ,
ধীবর নাচে জলাশয়ে।
কিসের টানে মাটির পানে
চলছে ওরা 'কই'-এর দল,
অজ্ঞাত - যে থাকতে পারে
সামনে পাতা ফাঁদের ছল।
মেটো পথের বাতাস ভরে
সোঁদা মাটির গন্ধতে ,
লাঙ্গল নিয়ে চললো চাষী ,
বলদরা যাই সঙ্গেতে।
বর্ষা মেয়ের আগমনে
শান্তি আসে ধারার প্রাণে ,
পুলক জাগে ময়ূর মনে
পেখম তুলে নাচ দেখায়।