STORYMIRROR

Sourav Das

Drama

1.2  

Sourav Das

Drama

ধর্ম

ধর্ম

1 min
14K


ধর্ম যেদিন বর্ণমালায় অত্যাচারী রাজা

সেদিন হতেই চক্রগুহ তৈরি পাঁজা পাঁজা,

সত্য কবেই অস্ত গেছে তেপান্তরের পারে

জন্ম ছেড়ে মৃত্যু তখন স্বাধীন সমাজ গড়ে।


হাজার হাজার বছর ধরে একই শাসনতন্ত্র

যুক্তি করেই বিদ্যসমাজ দিচ্ছে আজও মন্ত্র,

বিষ্ময় জগৎ বোঝা দায় ধিক্কার চিত্ত

ঝিনুকে বন্দি.. তাতে কি...তবু সে মুক্ত।।


Rate this content
Log in

Similar bengali poem from Drama