বৈধব্যে র যন্ত্রণা
বৈধব্যে র যন্ত্রণা


দূরে গেছো বোলে মন মোর বলে এত ভালোবাসা র ছোঁয়া
বিরহ জ্বালাতে খেলা করো তুমি ছায়া র সাথে যেন কায়া ।।
ভুলিব কেমনে যে প্রীতি কাননে ছিলে তুমি দিনে
ময়ূর ময়ূরী আমি ও ছিলাম প্রিয় গো বলিতে, শ্রাবণ চোখের ।।
তোমারি সন্তক বাঁচার প্রেরক দুই ছেলে মোর আধার
তাঁদের হাঁসি তে তোমা' দেখি বন্ধু বেদনা কে বুঝে "রাধা"র ।।
হাঁসিতে হাঁসিতে আছি গো ফাঁসি তে ভেতরের দুঃখ কে বুঝে
স্মৃতি তোমা'এক জীবনে রুদ্রাক্ষ আকুলিত জপে খুঁজে ।।
জীবনের এই কাঁচা বয়সেতে বৈধব্য র যে উপহার
মরিতে পারিনা বাঁচতে পার্ছিনা কে দেবে গো মোর উত্তর !!