ওগো দয়াল
ওগো দয়াল


খুঁজে বেড়াই নগরে ,
প্রান্তরে খুঁজে বেড়াই বাইরে,
ভেতরে তবুও না পাই অন্তর যে হাঁসিতে তুমি মুগ্ধ করেছিলে
গোপীজনের অন্তর যে বাঁশীর সুরে, যমুনা র তীরে এনেছিলে প্রেমের জুয়ার ।।
আজ সেই হাঁসি দেখি শিশুদের হোঁঠে সেই বাঁশীর ধুন শুনি ,
বংশী সাধকের পীঠে দ্রবীভূত হয় অন্তর অশ্রুপাত করি নিরন্তর,
যেন তুমি কাছে আছো লুকিয়ে দেখার খেলা কর ,
পরম আপন হয়ে ও বিরহের মধূ প্রদানে দূরে থাকতে পছন্দ কর ।।