তবুও কেন ??
তবুও কেন ??
মন আছে সুন্দর
তন আছে সুন্দর তবুও কেন তৈরী করি অশান্তির ঘর ??
বন্ধু আমার ভালো কথা ও আর ভালো তবুও কেন আমি অন্ধকারে খুঁজি আলো ??
কেউ বলে সেবা করো কেউ বলে দয়া করো নিজের কথা
যখন আসে কেন চলে যাও দূরো ?? প্রেমের কথা সবাই বলে কাগজে ভাষণে কত কি
চলে তবুও কেন দেশের অবলা আগুনে জলে ?? ধর্মানুষ্ঠান কথা মবায় বলে
খাওয়া দাওয়া কত কি চলে তবুও কেন মানব ধর্ম চেপেযায় পাষাণ তলে ??
দরিদ্রদের কেউ নারায়ণ বলে অস্পৃশ্যদের কেউ হরিজন বলে
তবুও কেন আসল সময়ে ভেদ চলে ??
"অতিথি দেবো ভব" সবাই বলে লেখায়,
সভায় ,পুরস্কার তুলে তবুও কেন অস্পৃশ্যদের অতিথি না বলে ??