কেটে গেছে বছর দশেক
কেটে গেছে বছর দশেক


কেটে গেছে বছর দশেক।
তবুও আজও, তপ্ত গ্রীষ্মের শ্রান্ত বিকেলে,
অভিমানে ঘন হয়ে আসা কৃষ্ণ কালো মেঘ,
ক্ষনে ক্ষনে গুমরে উঠে, মনে করায়,
মায়ার যতনে লুকিয়ে রাখা, তোমার কথা।
কেটে গেছে বছর দশেক।
না বলা কথার ফাঁকে, হারিয়ে যাওয়া
স্বপ্ন গুলো, আজও অশ্রু হয়ে ঝরে পড়ে বৃষ্টির ফোঁটায় ।
আর হৃদয়ের ক্যানভাসে এঁকে যাই,
ফেলে আসা বিকেলের জলছবি।
কেটে গেছে বছর দশেক।
মেঘবালিকারা যখন শরতের প্রথম প্রহরে,
ডাক দেয় ঘরে ফেরার, সেই মন কেমন করা সকাল,
আর ভোরের শিশির ভেজা শিউলি,
মনে করায়, স্বপ্নে দেখা,
তোমার দুচোখের গভীরতা কে।
কেটে গেছে বছর দশেক।
তবুও আজও যখন শুন্য আটচালার নিঃসঙ্গতায়,
হেমন্তের সোনালী ছোঁয়া, মেঠো সুরে
লিখে যায় স্বপ্ন পূরণের গান,
স্মৃতির ঝুলি খুলে তখন, অজান্তেই খুঁজতে বসে যাই,
তোমার ঠিকানায় না পৌঁছানো চিঠি।
কেটে গেছে বছর দশেক।
হারিয়ে যাওয়া আবছা ভোরে, কুয়াশার চাদর সরিয়ে,
যখন ছুঁয়ে যায় শীতের নরম রোদ ,
তখনও সঙ্গীবিহীন নীলাভ স্মৃতি আঁকড়ে,
মায়ার বাসর জাগি আমি,
বিষন্ন রাত্রির পথ চেয়ে।
কেটে গেছে বছর দশেক।
ঝরা পাতার বসন্তে, যখন বাঁধনছাড়া কোকিল,
ঘর বাঁধার মিথ্যে স্বপ্নের খাঁচায় ইচ্ছেবন্দি,
রাতজাগা তারার শীতল আলোয়,
তখন খুঁজে বেড়াই আমি,
হারিয়ে যাওয়া তুমি।
কেটে গেছে বছর দশেক।
সঙ্গী এখন বিষন্ন দুপুর আর উদাসী হাওয়া।
সময়ের পাথরের তলায় চাপা থাকা বিবর্ণ স্মৃতি,
সাক্ষী আমার অবচেতন অবহেলার।
তবুও সকল নীরবতার দীর্ঘশ্বাস পেরিয়ে,
খুঁজে চলেছি তোমায়,
জীবনের শেষ মোহনায়।